এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ কাল হলো সিরাজের
আপডেটঃ ১১:০৬ পূর্বাহ্ণ | অক্টোবর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বাগমারা উপজেলায় এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন জোর করে ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান সজলের বিরুদ্ধে।সজল বাগমারা উপজেলার মচমইল এলাকার প্রয়াত চেয়ারম্যান গোলাম রাব্বানীর ছেলে ও প্রসিদ্ধ পিচ কমিটির সেক্রেটারি কাবিল উদ্দিনের নাতি।এমন জঘন্য ঘৃণিত কান্ড ঘটিছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মৃত সানিকুল্লার ছেলে সিরাজ।ভুক্তভোগী সিরাজ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার মত পার্থক্য থাকতেই পারে।আমি এমপি এনামুলের বিরোধী প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি বলে অভিযোগ তুলে গালিগালাজ করে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন ফেরত নিয়ে যায় এমপি এনামুলের অনুসারী আশিকুর রহমান সজল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের জামাত-বিএনপির অনুপ্রবেশ এই আশিকুর রহমান সজলের পরিবারের হাত ধরেই ঘটিয়েছেন এমপি এনামুল হক বলে অভিযোগ করেন।এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান সজল বলেন, আমি রাগে শিরাজকে বলেছিলাম টিন ও সেলাই মেশিন ফেরত দিতে।
টিন আমার বাসার বারান্দায় পড়ে আছে আর সেলাই মেশিন কোথায় আছে আমি বলতে পারবো না।এ বিষয়ে এমপি এনামুল হক বলেন, আমার বিরোধিতা তো অনেকে করছে আমি আপনার মাধ্যমে শুনেছি তার পরে সজলের সাথে কথা বলে জানতে পেরে পিআইওকে বলে দিয়েছি তাকে যেন ফেরত দেয় ও সিরাজ না নিলে পিআইও অফিসে জমা রাখতে।
IPCS News : Dhaka : মাহফুজা আফরিন আয়াত : রাজশাহী।