এমন এমবাপ্পেকে শেষ কবে দেখেছিল ফুটবল বিশ্ব
আপডেটঃ ১১:৩৫ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি।এছাড়া একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া।আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সা।নিজেদের ঘরের মাঠে বার্সা ঝড়ে ৪-০ গোলের ব্যবধানে উড়ে যাওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে লা-লিগায় রিয়ালের ৪২ ম্যাচ অপরাজিত থাকার পথচলা।শেষ পর্যন্ত বার্সেলোনার ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছোঁয়া হয়নি লস ব্লাঙ্কোসদের।
তিন দিন আগেই বড় একটি জয় পেয়েছে বার্সেলোনা।চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।এবার লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এমন বিধ্বংসী জয় পেল হান্সি ফ্লিকের শিষ্যরা।এই জয়ে ১১ ম্যাচ শেষে লিগ টেবিলে শীর্ষে নিজেদের স্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা, দুইয়ে থাকা রিয়ালের চেয়ে এগিয়ে গেছে ৬ পয়েন্টের ব্যবধানে।
এদিকে বার্সেলোনার লেভানডভস্কি,ইয়ামাল,রাফিনিয়ারা যখন দুর্দান্ত পারফর্ম্যান্সে মাতিয়েছেন এল ক্লাসিকো তখন নিজের ছায়া হয়ে ছিলেন কিলিয়ান এমবাপে।গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে পিএসজি থেকে তিনি যোগ দেন রিয়ালে।কাতালান ক্লাবটির বিপক্ষে ফরাসি এই স্ট্রাইকারের রেকর্ডও বেশ ভালো,পিএসজির হয়ে চার ম্যাচ খেলেছেন বার্সার বিপক্ষে, করেছেন ৬ গোল।
তবে রিয়ালের জার্সিতে নিজের প্রথম এল ক্লাসিকোতেই মাঠ মাতাতে পারলেন না এই ফ্রেঞ্চম্যান,বরং এমন পারফর্ম্যান্স হয়তো ভুলে যেতেই চাইবেন তিনি।ম্যাচে বেশ কয়েকবারই গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন এমবাপে।তবে একটি সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি।সতীর্থদের কাছে থেকে পাওয়া দুর্দান্ত পাসে তিনবার ওয়ান অন ওয়ানে গোল করার সুযোগ পেয়েছিলেন এমবাপে।তবে একবারও এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।বার্সা গোলরক্ষক ইনাকি পেনার দৃঢ়তায় গোলবঞ্চিত হতে হয়েছে এমবাপেকে।
এদিকে বার্সা কোচ হান্সি ফ্লিকের কৌশলের কাছেও হার মানতে হয়েছে এমবাপেকে।রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই হাই লাইন ডিফেন্স করেছে বার্সা।ফলে ম্যাচের প্রথম ২০ মিনিটের মাঝেই চারবার অফসাইডের ফাঁদে পড়েছেন এই ফরাসি স্ট্রাইকার।এরপর প্রথমার্ধে আরও দুইবার অফসাইডের ফাঁদে পড়েছেন তিনি।এমনকি ৩১ মিনিটে করা তাঁর গোলটিও বাতিল হয় অফসাইডের কারণেই। প্রথমার্ধে অফসাইডের ফাঁদে পড়েছেন জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়রও।এদিকে প্রথমার্ধে ৬ বার অফসাইডের ফাঁদে পড়া এমবাপে দ্বিতীয়ার্ধেও ২ বার অফসাইডে ছিলেন।সব মিলিয়ে ম্যাচে ৮ বার অফসাইড হন এমবাপে যা ক্যারিয়ারের সর্বোচ্চ এবং লা লিগার গত ১৫ মৌসুমে এক ম্যাচে যা সর্বোচ্চ।
বার্সার বিপক্ষে এই ম্যাচে এমবাপে গোলের লক্ষ্যে প্রথম শট নিয়েছেন ম্যাচের ৬১ মিনিটে। তবে তাঁর নেয়া শট ফিরিয়ে দিতে খুব একটা বেগ পেতে হয়নি বার্সা গোলরক্ষককে।এরপর আরও বেশ কয়েকবার শট নিয়েও রিয়ালকে গোল এনে দিতে পারেননি তিনি।এবারের মৌসুমে রিয়ালের হয়ে এখনো পর্যন্ত ৮ গোল করেছেন এমবাপে।লস ব্লাঙ্কোসদের হয়ে শুরুটা তেমন ভালো হয়নি ফরাসি এই তারকার, তবে বড় ম্যাচগুলোতে বর্তমান ফুটবলের অন্যতম সেরা এই তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।
IPCS News : Dhaka