”এমডি অব দি ইয়ার” অ্যাওয়ার্ড পেলেন দিলীপ কুমার আগরওয়ালা
আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | এপ্রিল ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
”এমডি অব দি ইয়ার” অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন দিলীপ কুমার আগরওয়ালা।বাংলাদেশে ক্রমাগত ও দ্রুত বর্ধণশীল জুয়েলারী ব্রান্ড এর কর্ণধার হিসেবে এই সম্মননা তাঁর হাতে তুলে দেওয়া হয়।আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জুয়েলারী সেক্টরে অসামান্য অবদানের জন্য ও জুয়েলারী ব্রান্ড ইমেজ তৈরীর জন্য দিলীপ কুমারকে এই সম্মননা প্রদান করা হয়।গত ৩০ মার্চ/২০২২ খ্রিস্টাব্দে দুবাই এর কনরাড সেন্টারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মালয়োশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৫০ টিরও অধিক প্রথম সারির জুয়েলারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে একমাত্র বাংলাদেশী হিসেবে এ সম্মননা গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিন এর পাশাপশি সার্বিক সহযোগিতায় ছিলেন জেমস এ্যান্ড জুয়েলারী এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারী গ্রুপ, পিজিআই সহ অন্যান্য প্রতিষ্ঠান।
IPCS News : Dhaka : Media Manager . Diamond World Ltd.