এক হাজার কোটি টাকার সম্পদ রেখে আত্মগোপনে সাবেক রাসিক মেয়র লিটন
আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল থেকে সপরিবারে পলাতক রয়েছেন সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।রেখে গেছেন অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ।দুর্বৃত্তরা ৫ আগস্ট রাতেই লিটনের বাড়িতে লুট শেষে আগুন দেয়।এ সময় নগর ভবনেও আগুন দেওয়া হয়।একাধিক সূত্রের দাবি, নগর ভবনে মেয়রের গোপন কক্ষে ছিল প্রায় ২০ কোটি টাকা।বাড়িতে ছিল অন্তত ১০ কোটি টাকা, সোনার গয়না, ডলারসহ দামি আসবাবপত্র এসব লুট হয়েছে।একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সব মিলিয়ে গত ১৬ বছরে লিটন পরিবারের অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ বেড়েছে।রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা আগর আলী বলেন, ‘২০০৮ সালের আগে লিটনের সম্পদ বলতে কেবলই ছিল তাঁর বাবার রেখে যাওয়া কিছু জমিজমা আর দুটি বাড়ি।এখন তো তিনিসহ পরিবারের সদস্যদের অগাধ সম্পত্তি।সবই পড়ে আছে।বাড়ির ইটও খুলে নিয়ে গেছে সাধারণ মানুষ।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।