এক প্রেমিকাকে পেতে দুই প্রেমিকের মারামারি আহত ১, আটক ১
আপডেটঃ ১:৫৮ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে ২ জন প্রেমিকের মারামারিতে গুরুত্বর আহত হয়েছে এক প্রমিক।পর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করে।চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে ঘটনাটি ঘটে ২ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে।দুই প্রেমিকের দেখা হলে শুরু হয় কথাকাটি।এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।এ সময় রবিউল ইসলাম অপর প্রেমিক হেলালের পেটে ছুরিকাঘাত করলে করলে পেটের ভুঁড়ি বের হয়ে যায়।পরে স্থানীরা আহত প্রেমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।দুই প্রেমিক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে হেলাল ও আইজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
তাঁরা সম্পর্কে আপন চাচাত ভাই।জানাগেছে, এক বছর পূর্বে দু’জন রাজমিস্ত্রির কাজে সিরাজগঞ্জ গেলে এক মেয়ের সাথে পরিচয় হয়।দুইজনই ঐ মেয়ের সাথে ফোনে কথা বললে প্রেমের সম্পর্কে জরিয়ে পড়ে।প্রেমিকা দু’জনের সাথেই মোবাইলে পৃথক পৃথক ভাবে কথা বলে।বিষয়টি দু’জন জানতে পারলে মারামারির ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে সোমবার ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, অভিযুক্ত রবিউলকে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রুহণ করা হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।