সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এই সরকার নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতায় টিকে আছে-দিনাজপুরে মির্জা ফখরুল

আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বিএনপি মহাসচিব মির্জা ফরুখল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নির্বাচিত নয়।তারা জোর করে ক্ষমতায় টিকে আছে।তারপরও তাদের শখ মিটেনা।তারা আবার অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায়। মানে মানে কথা শুনুন।দয়া করে ক্ষমতা ছেড়ে দিন।না হয় দেশের মানুষ আপনাদেরকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে।(১৬ সেপ্টেম্বর-২০২৩) বিকেল পৌনে ৬টায় দিনাজপুর শহরের অদূরে বটতলি ট্রাক টার্মিনাল মাঠে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফরুখল ইসলাম আলমগীর বলেন, এবার বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।এবার আর দেশের মানুষকে বোকা বানাতে পারবে না।দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ইসলামি দলগুলো, বামফ্রন্টসহ কেউ আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবেনা।

মির্জা ফখরুল বলেন, এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে।১৬ বছরে সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।তারেক রহমান ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে।আজ ৪০ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।তাই একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে গিলে ফেলেছে।

আমাদের নেত্রীকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়েছে।বিএনপির প্রথম সারির কয়েকজন নেতাকে ফরমায়েশি রায় দিয়ে সাজা প্রদান করা হয়েছে।এই অবৈধ সরকার বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে।আমাদের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।আর সেই মামলায় যখন নিম্ন আদালতে জামিন নিতে যায়, তখন তাদেরকে জামিন নাম মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করে দেয়।

দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব বলছে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন ভালো হয়নি।তাই এবারের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।সকলের নিকট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।বিরোধী দলীয় নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে যেন নির্বাচনের মাঠে কেউ থাকতে না পারে।

এবার তরুণ সমাজ জেগে উঠেছে, তাই এই অবৈধ সরকারের সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।তিনি আরো বলেন, ভোটের অধিকার হলো আমাদের মৌলিক অধিকার।এই মৌলিক অধিকার হরণকারী সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

জনগণের এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ করতে হবে।যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই রোডমার্চ অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আরো বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ- সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক ফরহাদ হোসেন আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শামসুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক স¤পাদক হাসনা হেনা চৌধুরি হীরা, দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুর ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরি লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমুখ।

রোডমার্চটি রংপুর থেকে শুরু হয়ে সৈয়দপুর, রাণীরবন্দর, দশমাইল হয়ে দিনাজপুর ট্রাক টার্মিনাল মাঠে এসে শেষ হয়।এই রোডমার্চে রংপুর বিভাগের ৮টি জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর সকল অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।