সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সাথে সৌজন্য সাক্ষাৎ

আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

প্রেস বিজ্ঞপ্তি:- এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।বুধবার (৮ ফেব্রুয়ারী) এবছরের রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি সহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।এই অভিনন্দন বার্তা জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, যারা এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ সহ যারা উত্তীর্ণ হলো তাঁরা তাঁদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করল।আশা করি সকলেই এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।আর যারা এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে হতাশ হওয়া চলবে না।তারা আরো বেশী বেশী পড়ালেখা করে আগামী বছর কৃতকার্য হতে পারবে বলে আমি আশা করছি।

এ ছাড়াও মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার (পিএসএস) এর নেতৃবৃন্দ।সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস) এর সভাপতি মোঃ মোমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সাংগঠনিক সম্পাদক তমাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাঃ রাজিয়া আক্তার ও পরিষদ সদস্য মোসাঃ শিউলী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎ কালে আগত অতিথিবৃন্দ রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের নিকট ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।