সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলনে উত্তাল শাবিপ্রবি

আপডেটঃ ১:৫৬ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০২২

নিউজ ডেস্কঃ

পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় শিক্ষক সহ শতাধিক ছাত্র-ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছে।তাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (শাবিপ্রবি)।আজ ( সোমবার ) সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।এবার উপাচার্যের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা হল ছাড়বে না বলে ঘোষণা দেয়।সকাল থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন রকমের স্লোগানে শাবিপ্রবি ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।আন্দোলনরত এক শিক্ষার্থী বলে, আমাদের এক দফা এক দাবি।যেই ভিসি আমাদের ওপর হামলা চালাতে পারে, সেই উপাচার্যকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না।যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।আমাদের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে।

শিক্ষার্থীরা বলে, হল ছেড়ে দেওয়ার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি।আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করব না।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে রোববার রাত ১১টার পর পুলিশ ক্যাম্পাস ত্যাগ করে।এর পরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।পরবর্তীতে সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা একসঙ্গে হয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে।

IPCS News : Dhaka :