উপজেলা নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দ্বাদশ জাতীয় সংসদ শেষ হওয়ার পর পরই রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার নামে নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন চলছে।যেহেতু জাতীয় সংসদ সদস্য নির্বাচন বিএনপি বয়কট করেন, তাই উপজেলা পরিষদ নির্বাচনে দলটির না যাওয়ার সম্ভাবনাই।তাই আওয়ামীলীগের একক দলের পদপ্রার্থী হিসাবে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন।নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরব হয়ে উঠেছে।চালানো হচ্ছে প্রচারনা।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
জানুয়ারীর শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে চলেছেন।
পুঠিয়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, পুঠিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, আমিতো বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছি এবং আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।ইউনিয়ন, উপজেলা এবং জেলার বিভিন্ন সময় বিভিন্ন পদে থেকে ঘাত প্রতিঘাতসহ বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলন করে আজ এই পর্যায়ে এসেছি।
আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও দল আমাকে মনোনয়ন দিবে এবং মনোনয়ন পেলে আমিই বিজয়ী হবো।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।