সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই

আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | মে ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।আওয়ামী লীগই পারে মানুষের কল্যান করতে।গত সোমবার (০১ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপি ভন্ডামির আশ্রয় নেয়।সিটি নির্বাচন নিয়ে এবারো তারা ভন্ডামির আশ্রয় নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলছেন, আমাদের দল থেকে কেউ নির্বাচনে অংশ নিবে না।এমনকি কাউন্সিলর পদে কেউ নির্বাচন করবে না।আমরা তো দেখেছি অতীতে, এবারো মনে হয় দেখতে হবে, ধানের শীষ মার্কা বাদ দিয়ে তাদের দলের নেতাকর্মীরা কাপ পিরিচ, দোয়াত-কলম বা চেয়ার-টেবিল মার্কা নিয়ে মেয়র পদে, কাউন্সিলর পদে ভোট করতে পারে।

তারা ভোট করলে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে।আওয়ামী লীগ ভোটের দল।আর বিএনপি অন্ধকার থেকে আসা, ক্যান্টনমেন্ট থেকে আসা দল।তাদেরকে আমরা ভয় করি না।জনগণ আমাদের সঙ্গে আছে।এছাড়াও মেয়র বলেন, রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে।এবার হবে কর্মসংস্থান।আমার নির্বাচনী ইশতেহারের প্রথম বিষয় থাকবে কর্মসংস্থান।

কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে।এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে।এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী চামড়া শিল্প পার্ক অনুমোদন দিয়েছেন।সেটির কাজ বাস্তবায়ন করা হবে।বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্কে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।