উত্তরায় ‘ঠোঁটকাটা আলতাফ’ গ্রেফতার: সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান
আপডেটঃ ১০:৪৪ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজধানীর উত্তরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী ‘ঠোঁটকাটা আলতাফ’ নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী আলতাফকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে এই অভিযানটি পরিচালিত হয়।অভিযানে আলতাফের দুই সহযোগীকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আলতাফ সরকার পতনের পর থেকে উত্তরা পূর্ব থানায় ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে।তিনি এলাকায় অস্ত্র লুট, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন।তার কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কেউ কেউ তার কাছে নিরাপত্তা চেয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযান চলাকালে যৌথ বাহিনী আলতাফের কাছে থাকা বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।এছাড়া,অভিযানের সময় থানার লুট করা অস্ত্রও উদ্ধার করা হয়।আলতাফের বিলাসবহুল বাড়ির অবস্থানও বস্তির কাছে পাওয়া যায়,যা তার অপরাধী জীবনযাত্রার প্রমাণ হিসাবে কাজ করছে।
যৌথ বাহিনী জানিয়েছে,আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।তাদের লক্ষ্য হল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনা।এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে যাতে সন্ত্রাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হয়।
IPCS News : Dhaka