উত্তরাতে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত
আপডেটঃ ২:০৫ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
গতকাল বুধবার রাজধানীর উত্তরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানার এ জুলাই হত্যাকান্ডের দায়ে ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত মিছিলে অংশগ্রহণ কারি ছাত্র-জনতা আইপিসিএস এর নিজস্ব প্রতিবেদক কে জানান, জুলাই এ ছাত্র জনতার উপর ছাত্রলীগ নেক্কার জনক হামলা চালিয়েছে এবং সারাদেশ এ চাঁদাবাজি সহ যে ত্রাসের রাজত্ব ছাত্রলীগ কায়েম করেছিলো তার পুণরাবৃত্তি যেন না ঘটে সেই জন্য ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।তারা আরও বলেন, ছাত্রলীগ এর সদস্যরা দেশকে অশান্ত করতে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু জাগ্রত ছাত্র-জনতা কখনোই তাদের সফল হতে দিবে না।এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এ যানজট তৈরি হওয়ার শঙ্কা হলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম মিছিলটিকে সার্বিক সহযোগিতা করে যান চলাচল সচল রাখে এবং মিছিলটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।