ঈদ শেষে ৮ম দিনেও আন্তঃনগর ট্রেন গুলিতে উপচে পরা ভিড়
আপডেটঃ ৫:৪২ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ে স্টেশনকে বাহির ও প্রবেশপথ সাজানো হয়েছে অপরূপ সাজে, নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের সুপারিন্টেন্ডেন্ট (এস,এস) স্টেশন ট্র্যাফিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর,এন,বি) সম্মানিত ট্রেন যাত্রীগণ যেন ঈদ শেষে আনন্দে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন ট্রেনের ভিতর যেন কোনো অপ্রীতিকর ঘোটনা চুরি, ছিনতাই, না হয়, ট্রেনের ছাদে যেন ভ্রমণ না করে, তার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সম্মানিত ট্রেন যাত্রী সাধারণ, ঈসমাইল হোসেন, মানুয়েল কিস্কু, প্রমীলা মূর্মূ জানান, এবারের ঈদ আনন্দে স্টেশনকে সাজানো হয়েছে অপরূপ সাজে নেওয়া হয়েছে অসাধারণ নিয়াপত্তা ব্যবস্থা এর আগেও আমরা ট্রেনে যাতায়াত করেছি কখনো এই ধরনের আনন্দঘন পরিবেশ লক্ষ্য করিনি আমরা, স্টেশন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান যাত্রীগণ।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট (এস,এস) এ.বি.এম জিয়াউর রহমান বলেন, যাত্রী সেবাই আমাদের মূল লক্ষ্য যাত্রীরা যেন ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করে যেন তাদের কোনোরকম অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সদা সজাগ রয়েছি।
আরও কয়েকদিন ঢাকামূখী যাত্রীদের চাপ থাকবে বলে তিনি জানান, দিনাজপুর রেলওয়ে থানা (জি,আর,পি) অফিসার ইনচার্জ হারুনুর রশিদ (মৃধা) বলেন, ট্রেনের ছাদে কেউ যেন ভ্রমণ না করতে পারে ট্রেনের ভিতর চুরি, ছিনতাই, মলম পার্টি, পকেটমারসহ কোনোপ্রকার নাশকতা করতে না পারে দুষ্কৃতিকারীরা।
দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রশাসন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর,এন,বি) দিনাজপুর রেলওয়ে (জি,আর,পি) থানা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করছেন, নজরদারিতে রাখছেন রেলওয়ে স্টেশন ও ট্রেনের ভিতর, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করছেন ও লাগেজ চেকআপ করছেন।
বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।