সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইসকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কড়া হুঁশিয়ারি

আপডেটঃ ৫:৩১ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা, ২৭ নভেম্বর: ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, ইসকন শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে এক নওমুসলিম ইমামকেও হত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

“ইসকন মানেই হিন্দু সংগঠন। দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না,” বলেন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, “আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।”এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, “পতিত সরকারের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। নাগরিকরা তাদের দায়িত্ব পালন করছে, এবার সরকারকেও দায়িত্ব পালন করতে হবে। ব্যর্থ হলে জনগণ তাদের জবাবদিহিতার আওতায় আনবে।”

উল্লেখ্য, উগ্রবাদী সন্ত্রাসী হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে শোকাহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক সাম্য ও সার্বভৌমত্ব রক্ষা। এ ধরনের সংবেদনশীল ইস্যুতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সাম্প্রদায়িক উত্তেজনা রোধে সবার সংযমী থাকা প্রয়োজন।

IPCS News : Dhaka