সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইরান আইএইএকে পরমাণু স্থাপনার ফুটেজ দেবে নাঃ

আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২১

নিউজ ডেস্কঃ

ইরানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বর্তমানে তেহরান সফর করছেন।ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভির ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করার বিষয়ে আলোচনা হচ্ছে।খবর ইরনার।ইরান জানিয়েছে, আর আইএইএকে সিসিটিভির ফুটেজ দেওয়া হবে না।শনিবার রাতে রাফায়েল গ্রোসি তেহরানে পৌঁছার পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যম এ কথা জানিয়েছে।মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়েছে-ইরান এসব ক্যামেরার ফুটেজ আইএইএকে সরবরাহ করতে সম্মত হওয়ার পরই গ্রোসি তেহরান সফর করতে রাজি হয়েছেন।এ দিকে ইরান বলছে, পরমাণু স্থাপনার ফুটেজ নিয়ে আলোচনার জন্য নয়, আইএইএর পর্যবেক্ষণ যন্ত্রের ত্রুটি মেরামত নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন, এ সফরে তার অন্য কোনো এজেন্ডা নেই।

IPCS News Report : Dhaka :