সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইমনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে রাজশাহী জেলা প্রশাসক

আপডেটঃ ৪:১০ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মেডিকেলে চান্সপ্রাপ্ত ইটভাটা শ্রমিকের সন্তান ইমন আলীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মেডিকেলে ভর্তি হতে আর্থিকভাবে সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।গত বৃহস্পতিবার দুপুরে ১৫ হাজার টাকার চেকসহ ২৫ হাজার টাকা প্রদান করেন তিনি।জানা গেছে, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইমন এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পায়।তার বাবা ইট ভাটা শ্রমিক হওয়ায় মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।বিষয়টি জানতে পেরে তাকে সহযোগিতার হাত বাড়ান রাজশাহী জেলা প্রশাসক।বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে সহযোগিতা করার সময় আব্দুল জলিল বলেন, জনগণের ডাক্তার হতে হবে।চিকিৎসক হয়ে নি:স্বার্থভাবে সেবা দিতে হবে মানুষের।

টাকার লোভে না পড়ে মানবিক ডাক্তার হয়ে প্রকৃত চিকিৎসা দিতে হবে।এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।