ইন্দোনেশিয়ার কারাগারে আগুনে পুড়ে ৪১ জন নিহতঃ
আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্কঃ
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের বানতেন প্রদেশের একটি জেলে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু।স্থানীয় সময় রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা অ্যাপ্রিয়ান্তি বলেন, মঙ্গলবার রাত ১টা থেকে ২টার মধ্যে তংরেং জেলের ব্লক সিতে আগুন লাগে।আগুন নিভে গেছে।কর্তৃপক্ষ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।জানা যায়, কারাগারের সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল।ওই ব্লকে ১২২ জন রাখার মতো জায়গা ছিল।তবে আগুন যখন লাগে, তখন কতজন বন্দি সেখানে ছিল তা পরিষ্কার করে বলেননি রিকা।তিনি জানান, ধারণ-ক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিল সেখানে।পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত।
সরকারি তথ্যানুযায়ী, তংরেং জেলে দুই হাজারের বেশি বন্দি রয়েছেন, যা এ জেলের ধারণ-ক্ষমতার কয়েকগুণ বেশি।চলতি মাসের সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার নিকটবর্তী শিল্প এলাকা তংরেংয়ের ৬০০ জন বন্দি ধারণ ক্ষমতার কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছিল।
IPCS News Report : Dhaka .খবর এএফপির ও আল-জাজিরা।