সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইউজিসির সাথে রামেবির বার্ষিক কর্ম-সম্পাদান চুক্তি স্বাক্ষর।

আপডেটঃ ৬:২১ অপরাহ্ণ | জুন ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ব-বিদ্যালয়ের সঙ্গে (২০২২-২৩) অর্থ বছরের জন্য বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে।আজ ১৫ জুন, বুধবার  সকাল ১০ টায় কক্স-বাজারের হোটেল সি পার্লের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে উইজিসির এ বার্ষিক  কর্মসম্পাদন চুক্তি (২০২২-২৩) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উইজিসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ আনোয়ারুল কাদের।কমিশনের সচিব ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামেবির উপাচার্য অধ্যাপক ডাঃ এজেডএম মোস্তফা হোসেন, রামেবির  উপাচার্যের একান্ত সচিব মোঃ ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদশর্ক (চ.দা)  ও ফোকাল পয়েন্ট মোঃ নাজমুল হোসেনসহ অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ জ্যেষ্ঠ কর্ম-কর্তারা।

উল্লেখ্য, সরকারি কর্ম-কান্ডে স্বচ্ছতা ও দায়-বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়।২০১৬-২০১৭ অর্থ বছর থেকে ইউজিসি প্রতি বছর পাবলিক বিশ্ব-বিদ্যালয়ের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষর করে আসছে।

IPCS News : Dhaka : মোঃ ইসমাইল হোসেন : (পি আর ও) প্রেস এন্ড ইনফরমেশন দপ্তর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় : রাজশাহী।