সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আসিফ নজরুলকে ঘিরে বিতর্ক: ফেসবুকে প্রতিক্রিয়া দিলেন আসিফ

আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ‘র’ এর এজেন্ট বলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্ক নিয়ে কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “যাকে ‘র’ এজেন্ট বলা হচ্ছে, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন থেকে শুরু করে আগ্রাসনবিরোধী কর্মসূচিতে আসিফ স্যার সবসময় আমাদের পাশে ছিলেন।”

তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাসে আমাদের ১৫-২০ জনের ছোট দলটি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।কিন্তু আসিফ নজরুল স্যার ছিলেন আমাদের মূল অনুপ্রেরণা।”অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “সমালোচনারও কিছু নিয়ম-কানুন থাকা দরকার।এসব বিষয়ে কিছু বলার ইচ্ছে ছিল না।কিন্তু যখন তাকে ‘র’ এজেন্ট বলা হলো, তখন আর চুপ থাকা সম্ভব হলো না।”

তিনি অপপ্রচারকারীদের উদ্দেশে বলেন, “আমাদের উচিত আরও গঠনমূলক হওয়া। অপপ্রচার বন্ধ না করলে আমরা যে দেশ গড়ার স্বপ্ন দেখছি, তা ব্যর্থ হবে।”সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন।এতে আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।ভিডিওটি প্রচারের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

নেটিজেনরা এ বিষয়ে বিভক্ত মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ ভিডিওর তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করলেও, অনেকে তা অপপ্রচার বলে নিন্দা জানিয়েছেন।এই বিতর্কের মধ্যে আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে।

IPCS News : Dhaka :