রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আসাদের পতনের পরও সিরিয়ায় থাকবে মার্কিন সেনা

আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ

বাশার আল-আসাদের সরকারের পতনের পরও সিরিয়ায় মার্কিন সেনারা অবস্থান করবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অবস্থান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার নিউইয়র্কে রয়টার্স নেক্সট কনফারেন্সে এ তথ্য জানান।তিনি বলেন, “মার্কিন সেনারা সিরিয়ায় খুব নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কারণে অবস্থান করছে।কোনো ধরনের দর কষাকষি বা রাজনৈতিক উদ্দেশ্যে তারা সেখানে নেই।আমরা এখনও আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ।”

২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে ইসলামিক খেলাফত ঘোষণা করে।২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে পরাজয়ের পরও অঞ্চলটিতে আইএসের হুমকি অব্যাহত রয়েছে।এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং অন্যান্য সরকারবিরোধী গোষ্ঠীগুলো সম্প্রতি দামেস্কের নিয়ন্ত্রণ নেয়।ঝড়ের গতিতে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখলের মাধ্যমে মাত্র ১২ দিনের অভিযানে বাশার আল-আসাদের সরকারের পতন ঘটিয়েছে তারা।

রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মানবিক দিক বিবেচনা করে বাশার আল-আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে পদত্যাগে সম্মত হন এবং ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন।

সিরিয়ার এই পরিবর্তিত পরিস্থিতি দেশটির সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।অন্যদিকে, বাশারের পতনের মাধ্যমে ইসরাইল মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।তবে সিরিয়া সীমান্তে ইসরাইলের সামরিক উপস্থিতি ও দখলের নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর।

IPCS News : Dhaka :