আশুলিয়ায় ৪৬ জনের গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার
আপডেটঃ ১১:২৫ পূর্বাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।গত বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে।দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।পুলিশের সূত্র জানায়, সায়েদ নিজেকে আড়াল করে অবৈধভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।বিষয়টি বুঝতে পেরে আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে তার ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়, যার ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
৫ সেপ্টেম্বর আশুলিয়ায় এই হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন সাবেক মন্ত্রী, ২১ পুলিশ সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে ছাত্র-জনতার মিছিলে ১ থেকে ১২ নম্বর আসামির নির্দেশে ১৩ থেকে ৩৬ নম্বর আসামিরা নির্বিচারে গুলি চালিয়ে আহনাফসহ ৪৬ জনকে গুলিবিদ্ধ করে হত্যা করে।পরে তাদের লাশগুলো ময়লার বস্তার মতো ভ্যানে তোলা হয় এবং থানার পাশে একটি পুলিশের গাড়িতে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
IPCS News : Dhaka