আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের ৯টি স্বর্ণ পদক অর্জন
আপডেটঃ ৭:৫০ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গত শনিবার (২৯ জুলাই) ও রোববার (৩০ জুলাই) দুই দিনব্যাপী অনুষ্টিত ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ এ বাংলাদেশ দল অংশ গ্রহন শেষে ২৫টি পদক নিয়ে দেশে ফিরেছেন।বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যশৈহ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ গ্রহন করে ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে।ওই সময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে প্রায় ৬ হাজার খেলোয়াড় অংশ গ্রহন করে।অংশগ্রহনকারী দেশগুলো যথাক্রমে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব ও স্বাগতিক ভারত।টুর্নামেন্টের প্রথম দিন ক্যাডেট, জুনিয়র, সিনিয়র ও মাস্টার ক্যাটাগরি অনুষ্ঠিত হয়।দ্বিতীয় দিনে সাব-জুনিয়র ক্যাটাগরি ৫ বছর থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ গ্রহন করে।
চ্যাম্পিয়ানশীপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরূপ রায় মাননীয় সমবায় মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার), শ্রী স্বপন ব্যানার্জী সভাপতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মি: ঝা লিউ চীনের কনসাল জেনারেল, মাইক্রোসফট শীমতি মানসি রায় চৌধুরী কো-চেয়ারপার্সন টেকনো ইন্ডিয়া গ্রুপ, আলাসিরি মোহাম্মদ আয়েদ এম অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী (যুব), সেনসাই কোইচি শিমুরা ৮ম ড্যান জাপান কারাতে ফেডারেশন, জেকেএফ ওয়াদোকাই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, সেনসেই ইয়োশিউকি তানি ৭ম ড্যান ব্ল্যাক বেল্ট জাপান কারাতে ফেডারেশন, আলী মেসফর আল জাহরানি সৌদি অলিম্পিকে সৌদি আরব কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি ,আরব কোচ, শিহান দাতুক পি. আরিভালাগান ভাইস প্রেসিডেন্ট মালয়েশিয়ান কারাতে ফেডারেশন, ক্য শৈ হ্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন, হানশি ভারত শর্মা পরামর্শদাতা কারাতে ইন্ডিয়া সংস্থা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য,পবন কুমার পাটোদিয়া চেয়ারম্যান ও প্রধান মালিক কলকাতা থান্ডারবোল্ট, হানশি জয়দেব মন্ডল সাধারণ সম্পাদক কারাতে দো এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (কেএবি), কিয়োশি মুতুম বঙ্কিম সিং কোষাধ্যক্ষ কারাতে ইন্ডিয়া সংস্থা, শ্রী তিনকারি দত্ত পরিচালক সিটি ক্যাবল সল্টলেক, কলকাতা, ড. সুজয় বিশ্বাস ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা ও সহ-সভাপতি মো: ইকবাল হোসেন খোকনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।বাংলাদেশ থেকে রেফারি দায়িত্ব পালন করেন, সেনসাই এস ইসলাম শুভ, সিহান রতন তালুকদার, সেনসাই মো: সাজ্জাদ হোসেন, সেনসাই মো: বকুল হোসেন, সেনসাই জহুরুল ইসলাম আলী, শফিকুল ইসলাম, তীর্থ তালুকদার।
অফিসিয়াল দায়িত্বে ছিলেন মো: আফজাল হোসেন ও মো: সোলাইমান।বাংলাদেশ টিমের সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা ।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।