আরও ৬ মাস বাড়ছে ”খালেদা জিয়া “ মুক্তির মেয়াদ
আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২১
নিউজ ডেস্কঃ
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে।আইন মন্ত্রণালয় দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই মতামত দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব করেছিল।আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা আমাদের মতামত দিয়ে দিয়েছি।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মতামতসহ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি দণ্ড আরও ছয় মাস স্থগিতের জন্য।আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে।এই অবস্থায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
IPCS News Report : Dhaka :