আরএমপি’র ৭ থানার ওসির রদবদল
আপডেটঃ ৩:৪৬ অপরাহ্ণ | মে ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল আনা হয়েছে।আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এক অফিস আদেশে এ পরিবর্তন এনেছেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির ৭ থানায় এ রদবদল আনা হয়েছে।এটি একটি চলমান প্রক্রিয়া।এদিকে আদেশে আরএমপির চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে-অপরদিকে, পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি. মশিউর রহমানকে দামকুড়া থানায়, বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়া ডাঙা থানায় শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় বদলি করা হয়েছে।
এছাড়া, মতিহার থানা থেকে ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডি তে ও রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।