সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরএমপির মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১১:২৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১২ সেপেপ্টম্বর) বেলা ১১টায় আরএমপি পুলিশ লাইন্স পিওম হলরুমে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর সভাপতিত্বে গত আগষ্ট মাসের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আগষ্ট মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসসহ গত বছরের তুলনামুলক অপরাধ বিবরণী তুলে ধরা হয়।এই তুলনামুলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার নগরীতে আইন-শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত ব্যক্ত করেন।এছাড়াও তিনি কিশোর অপরাধ,মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারসহ প্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ সদস্যগনকে তাগাদা দেন।

সভা শেষে তিনি কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যদার ১১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যগনের হাতে সম্মননা স্বারক প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপরারেশন) বিজয় বসাক বিপিএম,পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার(অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।