সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরএমপিতে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড।

আপডেটঃ ৭:৩৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২২

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ আজ ১৩ ফব্রেুয়ারি ২০২২ সকাল ৮ টায় আরএমপি পুলশি লাইন্সে অনুষ্ঠতি হলো গ্রান্ড মাস্টার প্যারেড।

এ সময় আরএমপির সম্মানতি পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালামসিদ্দিকি মহোদয় গ্রান্ড মাস্টার প্যারডে সালাম গ্রহণ করনে।

প্যারেড পরর্দিশন শেষে পুলশি কমশিনার মহোদয় আরএমপি পুলশি লাইন্সরে যানবাহন শাখা পরর্দিশন করনে।

তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার জনাব এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজঃ রাজশাহী।