সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আমাদের পথ অমসৃণ, আমাদের পায়ে পায়ে শত্রু: প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ

আপডেটঃ ৩:৫০ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২১

নিউজ ডেস্কঃ

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের পায়ে পায়ে শত্রু পদে পদে বাধা আছে।আমাদের চলার পথ মসৃণ না, কণ্টাকাকীর্ণ।চরাই-উৎরাই পার হয়ে এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি।প্রধানমন্ত্রী গণভবন খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌জাতির পিতা কোনো কাজ অধরা রেখে যাননি।সব কাজের ভিত্তি তিনি প্রস্তুত করে গেছেন।যখনই এই পরাজিত শক্তি দেখলো আর বাংলাদেশকে বাধা দিয়ে রাখা যাবে না তখনই কিন্তু ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল তারা।তিনি বলেন, সেই কথা মনে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে যে আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে, আমাদের চলার পথ মসৃণ না, কন্টকাকীর্ণ।

আমাদের চড়াই উৎরাই পার হয়ে এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি।মাত্র ১২ বছরের মধ্যে আজকে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে।ধানমন্ত্রী বলেন, ১৫ অগাস্টে যে হত্যাকাণ্ড, চুয়াত্তর সালে কামালের উপরও হামলা।তাকেও গুলি করে হত্যা করার চেষ্টা করা হল, যখন দেখল বেঁচে গেছে তখন তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হল, মিথ্যা অপবাদ ছড়ানো হল।

২১ অগাস্ট গ্রেনেড হামলা ছাড়াও তো বহুবার আমার উপরও হামলা হল।যারা পরাজিত শক্তি তারা সব সময় সক্রিয় ছিল এবং এখনও যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ অগাস্টের খুনি,যাদের ফাঁসি হয়েছে তারা তো বটেই, তাদের ছেলে-পেলে বা দোসররা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

সরকার প্রধান শেখ হাসিনা বলেন, যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাদের কিছু কিছু এদেরকে মদদ দিয়ে থাকে।তাই এই ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।দেশের ইতিহাসে ছাত্রদের ভূমিকার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, জাতির পিতা বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস।

কাজেই ছাত্রলীগের এটা মনে রাখতে হবে।সংগঠনের সকল নেতাকর্মীকে জাতির পিতার আদর্শটা উপলব্ধি করতে হবে।ধারণ করতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে।  

IPCS News Report : Dhaka: