আমরা কক্স-বাজারবাসী সংগঠনের শহর শাখার উদ্যেগে এক মত বিনিময়-সভা
আপডেটঃ ৪:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২১
নিউজ ডেস্কঃ
কক্স-বাজারে সরকারের মেগা প্রকল্প সহ সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার দূর্নীতি করা হলে সে যেই হোক তাতে আপোষ করবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করছেন জেলার গণ-মানুষের অধিকার আদায় আন্দোলনের বৃহৎ সামাজিক সংগঠন আমরা কক্স-বাজারবাসী।রবিবার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আমরা কক্স-বাজারবাসী সংগঠনের শহর শাখার উদ্যেগে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।সংগঠনের শহর শাখার সভাপতি সফিনা আজিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা কক্সবাজারবাসী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি যথাক্রমে-মেহেরুজ্জামান, কামাল উদ্দিন পেয়ারো, ফরিদুল আলম হেলালী, নুরুল আজিম কনক, দপ্তর সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহ মহিলা বিষয়ক সম্পাদক শরিফাতুন্নেছা পাখি ও সাইফ উদ্দিন।
IPCS News : Dhaka : রুহুল আমিন রাহুল : কক্স-বাজার প্রতিনিধি।