আমগাছে কিশোরীর ঝুলন্ত লাশ
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি :- রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার গণ্ডগোহালী গ্রামের একটি আমগাছে তার লাশ পাওয়া যায়।লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, প্রান্তি গত বছর পরিবারের অমতে পালিয়ে গিয়ে কাঁঠাল বাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে বিয়ে করেন।বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি।তবে প্রান্তি মাঝেমধ্যে তার দাদা নাজিম উদ্দীন দুদুর বাড়িতে বেড়াতে আসতেন।কয়েক দিন আগে তিনি এখানে বেড়াতে আসেন।আর শনিবার ভোরে ঘরের সঙ্গে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখা যায়।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দাদা নাজিম উদ্দীন বলেন, রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই।এরপর সকালে ফজরের নামাজ পড়তে বের হই।বাড়ির বাইরে গিয়ে প্রান্তিকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।তার শরীর ও মুখমণ্ডল ধুলোবালিতে মাখানো ছিল।কয়েক স্থানে আঘাতের চিহ্ন ছিল।প্রান্তির বাবা হাসানুজ্জামান বাবু বলেন, কিছুদিন আগে মেয়ে আমাদের এখানে বেড়াতে আসে।
এরপর গত বৃহস্পতিবার মেয়েটি লোকমুখে শুনেছে, তাকে তালাক দেয়া হয়েছে।এ খবরে দুঃখে সে আত্মহত্যা করে থাকতে পারে।পুঠিয়ায় থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, মেয়েটি আত্মহত্যা না হত্যাকাণ্ডের শিকার, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।মৃত্যুর কারণ খুজতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।