আবার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান
আপডেটঃ ১০:৪৮ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়ে বলেছেন,ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে।
দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখে বলেছেন,ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে।তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোন হামলার জবাব দেবে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান,খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।
IPCS News : Dhaka