আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন
আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ০৯নভেম্বর-২৪, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৯নভেম্বর) দুপুরে নগরভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল রানার আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) ড.এবিএম শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট নগরীর ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে উঠার যোগ্যতা অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও রাজশাহী কলেজিয়েট স্কুল। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোঃ নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রফেসর ডঃ মোঃ আমিনুর ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মোঃ মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মোঃ জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান, যুব প্রধান মোঃ আলি হোসেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।