সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আনন্দ র‌্যালি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে

আপডেটঃ ২:৩৮ অপরাহ্ণ | মে ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- গত (১৯ মে ২০২৪) রবিবার সকাল ১০টায় চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে, আনন্দ র‌্যালি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জমসেদ আলীকে গ্রহণ করলেন স্কুল এন্ড কলেজ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবক ও (এডহক) কমিটির সদস্য বৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, (এডহক) কমিটির সভাপতি সামসুদ্দিন আহমেদ, ৬নং আউলিয়াপুর চেয়ারম্যান মোস্তফা কামাল, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মিজানুর রহমান, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন (মহীশ কোঠা) গ্রামের মোজাহার আলী, দক্ষিণ ফরিদপুর গ্রামের মো. মোমিন উদ্দিন, দক্ষিণ রামনগর গ্রামের মো. আশরাফ আলীসহ অন্যান্য অভিভাবক বৃন্দসহ অত্র ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. জমসেদ আলির জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ : ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী, দক্ষিণ ফরিদপুর গ্রামে মৃত ইদ্রিস আলী, মাতা জবেদা খাতুনের গৃহে ১৯৭৭ সালে মো. জমসেদ আলী জন্ম গ্রহণ করেন, শৈশবকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরোপকারী, তিনি (ইংরেজিতে) মাস্টার্স কমপ্লিট করেছেন দিনাজপুর সরকারি কলেজে (বি.এড ফার্স্ট ক্লাশ ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স¤পন্ন করেছেন।

চেরাডাঙ্গী স্কুল ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়, ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ২০২৩ সালে চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়।আর এই কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জমসেদ আলী।তিনি ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত (মিনিস্ট্রি অফ এডুকেশন) এর অধীনে পরিচালিত (সেকাএব) প্রোজেক্টের একজন ইংরেজি মাস্টার ট্রেইনার ছিলেন।

২০১৭ সালে কলেজ নিবন্ধন পরিক্ষায় ইংরেজি প্রভাষক পদে পরীক্ষা দিয়ে ১ম শ্রেণী অর্জন করেন।বর্তমানে নতুন কারিকুলাম এর অধীনে (ডেসিমি নেশন অফ নিউ কারিকুলাম) এর দিনাজপুর সদরে ইংরেজি মাস্টার ট্রেইনার হিসেবে কর্মরত আছেন।২০১৯ সালে ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক বিদ্যালয় পুরস্কার অর্থাৎ (আই.এস.এ) পুরস্কারে ভূষিত হন, যা চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের ইতিহাসে এটাই প্রথম।

তিনি ২০০৭ সালে সরকারি প্রাইমারি স্কুলে চূড়ান্ত নিয়োগ পান, কিন্তু তৎকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিশেষ অনুরোধে তিনি উক্ত চাকুরিতে যোগদান করেন নি।যা চেরাডাঙ্গী স্কুলের প্রতি ভালোবাসার গভীর বহিঃ প্রকাশ।

২০১৮ সালে দিনাজপুর বিরল থানায় অবস্থিত জগতপুর কলেজে (এনটি.আর.সি.এ) এর মাধ্যমে ইংরেজি প্রভাষক হিসেবে চাকুরি পান, আবারও তৎকালীন প্রধান শিক্ষক ও সভাপতির অনুরোধে, সেখানেও যোগদান করেননি তিনি।যা চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের প্রতি তার বিরাট ত্যাগ শিকার।

২০০২ সাল থেকে ২০২৪ পর্যন্ত চেরাডাঙ্গী স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি যারা ছিলেন তাদের সান্নিধ্যে থেকে, স্কুল ও কলেজ প্রশাসন স¤পর্কে যথাযথ দক্ষতা অর্জন করেন মো. জমসেদ আলী।যা তাকে পরবর্তীতে অফিস পরিচালনায় দক্ষ কর তোলে।

মো. জমসেদ আলির মতো আর কোন শিক্ষক অত্র প্রতিষ্ঠানে প্রধান গনের সাথে প্রশাসনিক ক্ষেত্রে, কোন সহযোগিতা করেনি, ফলে বর্তমানে অফিস পরিচালনায় অন্য কোন শিক্ষকের দক্ষতা লক্ষ করা যাচ্ছে না বিধায়, মো. জমসেদ আলিকে, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার অর্পণ করেন বর্তমান (এডহক) কমিটির সভাপতি জনাব মো. সামসুদ্দিন আহমেদ যা বোর্ড কর্তৃক নিবন্ধিত ও অনুমোদিত।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।