সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টে রিট

আপডেটঃ ১২:৪৬ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদক:- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২০১৭ সালে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার বা বাতিলের জন্য বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদন করেছেন। তিনি এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং তা বাতিলের জন্য সরকারের কাছে নির্দেশনা চেয়েছেন।

রিট পিটিশনে ব্যারিস্টার কাইয়ুম দাবি করেছেন যে, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অতিরিক্ত দামে বিদ্যুৎ কেনার জন্য বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ‘‘বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই চুক্তির আওতায় বাংলাদেশ যে বিদ্যুৎ কিনবে তা অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় অনেক বেশি দামে পড়বে, কারণ এতে ব্যবহৃত কয়লা নিম্নমানের।’’

এছাড়াও, রিট পিটিশনে বলা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের খনি থেকে কয়লা ভারতীয় বন্দরে আনা হবে এবং সেই কয়লা বাংলাদেশের খরচে গড্ডা বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে। এই চুক্তির বিষয়ে আলজাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) মূলত এমন এক চুক্তি করেছে, যেখানে আদানি গ্রুপ ভারতে কয়লা আমদানি করবে এবং এর খরচ বাংলাদেশকেই বহন করতে হবে।

গত ৬ নভেম্বর, রিট আবেদনকারী আইনজীবী পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে করা একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তিনি দাবি করেছেন যে, ‘‘এই চুক্তি কীভাবে সম্পাদিত হলো এবং এর পেছনে কোনো সরকারি কর্মকর্তাদের involvement ছিল কি না, তা স্পষ্ট নয়। আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘‘আগামী সপ্তাহে হাইকোর্টে এই বিষয়ে শুনানি হতে পারে।

এদিকে, সরকারের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে।

IPCS News : Dhaka : নিজস্ব প্রতিবেদক।