সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজ ২৬ অক্টেবর থেকে চলবে কৃষিপণ্য স্পেশাল ট্রেন।১•৩০ পয়সায় পন্য যাবে ঢাকায়

আপডেটঃ ১২:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ১ টাকা ৩০ পয়সায় রহনপুর থেকে ঢাকায় আসবে কৃষিপণ্য রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি আগামী শনিবার চালু হচ্ছে।এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে।যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।২৪ অক্টোবর বৃহশ্পতিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারগণের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানা যায়।রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে আর ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।

এতে প্রতি কেজি কৃষিপণ্য খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা।চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি ছেড়ে ১৩টি স্টেশনে যাত্রা বিরতি করে তেজগাঁও স্টেশনে থামবে।ট্রেনটি নাচোল, আমনুরা জং, কাঁকনহাট, রাজশাহী, সরদহরোড, আড়ানি, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, জয়দেবপুরে থামবে।

এছাড়া সব আন্তঃনগর ট্রেনে প্রতিদিন কৃষিপণ্য ও মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত আছে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানায়।সভায় বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, অতিঃ মহাব্যবস্থাপক (পশ্চিম), আহম্মদ হোসেন মাসুম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পশ্চিম) সাদেকুর রহমান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম)নাম সুজিত কুমার বিশ্বাস, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পশ্চিম) মুহাম্মদ শফিকুর রহমান, অর্থ উপদেষ্ঠা ও প্রধান হিসাব অধিকর্তা (পশ্চিম) গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, সরঞ্জাম নিয়ন্ত্রক (পশ্চিম) প্রকৌঃ এস. এম. রাশেদ ইবনে আকবর, চীফ কমান্ডেন্ট, আরএনবি (পশ্চিম) জহিরুল ইসলাম।

সহকারী প্রকৌশলী এম রিয়াসাদ ইসলাম, উর্ধতন উপসহকারী বাবুল আক্তার, ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম, আরএনবির পরিদর্শক আহাসান হাবিব, প্রধান বুকিং সহকারি আব্দুল মোমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।