আজ বিকালে বছরের প্রথম সংসদ অধিবেশন
আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | জানুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
আজ বিকালে বসছে নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন।একাদশ সংসদের ১৬ তম অধিবেশন আজ বিকাল ৪ টায় শুরু হচ্ছে।রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে সেটার ওপর আলোচনা হবে।সে হিসাবে এবারের সংসদ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে।কিন্তু করোনা পরিস্থিতি ঊর্ধগতীর কারনে সংসদ অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে।সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ থেকে ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।কোভিড পরিস্থিতির ওপর এর ব্যাপ্তি নির্ভর করছে।এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর সংসদের ১৫ তম অধিবেশন শুরু হয়, ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর শেষ হয়।গতবারের মত এবারও কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকরা সংসদ থেকে কাভার করতে পারবেন না।বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে।
IPCS News : Dhaka :