রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজ বিকালে ইসি গঠনে সার্চ কমিটির প্রথম বৈঠক

আপডেটঃ ১:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ১৩তম নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি করা হয়েছে।সরকার গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।বোরবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ অনুযায়ী সার্চ কমিটি গঠনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।আইনের বিধান মোতাবেক সভাপতিসহ প্রথম চারজন পদাধিকার বলে কমিটিতে স্থান পেয়েছেন। বাকি দুজন রাষ্ট্রপতির মনোনীত সদস্য।মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে তাদের নিজেদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকেও নাম আহ্বান করতে পারবে।

তবে নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর প্রথম সার্চ কমিটি।এর আগে নির্বাচন কমিশন গঠনে ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটি হয়েছিল।দুবারই রাষ্ট্রপতির বিশেষ আদেশে সার্চ কমিটি গঠন হয়।এবার নতুন আইনের অধীনে সার্চ কমিটি হলেও গতবারের কাঠামোকেই অনুসরণ করা হয়েছে। 

কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে।নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ মোট পাঁচজনের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।আর নতুন আইনে বলা হয়েছে, প্রতি পদের বিপরীতে দুটি করে নাম প্রস্তাব করবে সার্চ কমিটি।সে হিসাবে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।তাদের মধ্য থেকে অনধিক পাঁচজনকে সিইসি ও ইসি হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

IPCS News : Dhaka :