সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজ থেকে নতুন সময় সূচিতে অফিস শুরু

আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

ঢাকা:- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন সময়-সূচিতে অফিস শুরু করেছেন।আজ ২৪ আগস্ট বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে।তবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠান গুলো চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আর বেসরকারি অফিসগুলো আগের নিয়মেই চলছে।সচিবালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নতুন নিয়ম মেনেই সকাল ৮ টায় অফিসে এসেছেন আর উপস্থিতিও ছিল ভালো।সকালে অফিসে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকেই কিছু সমস্যার কথা বলছেন।তবে ধীরে ধীরে তা মানিয়ে নেওয়া যাবে বলেও তারা আশাবাদী।গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন আর পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।কিন্তু সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ ক্ষেত্রে জরুরি পরিষেবা গুলো নতুন অফিস সময় সূচির আওতা বহির্ভূত থাকবে।শিক্ষা-প্রতিষ্ঠান গুলোর সময়-সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারণ করবে।

IPCS News : Dhaka :