সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজ থেকে ট্রেনের “টিকিট যার ট্রেন ভ্রমণ তার’’ অন্তুরভূক্ত হচ্ছে ৩ সেবা

আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধ ও বিনা টিকিটে ভ্রমণকারীদের থেকে সহজে জরিমানাসহ ভাড়া আদায়ের জন্য রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হচ্ছে আজ ১ মার্চ থেকে।এসব সেবার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেল ওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই ফেরত দেওয়ার ব্যবস্থা।রেলওয়ে সূত্রে জানা গেছে, ‌‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিত করার জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন সনদ যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে।কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

রেলের এই টিকিট নতুন ক্রয় পদ্ধতে কালোবাজারি বন্ধ হবে।নিশ্চিত রেলওয়ে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা টিকিট কালোবাজারি বন্ধ হবে।তবে ট্রেন ভ্রমন কারিদের ধৈর্য্য ধারণ করতে হবে এবং সাহসী হতে হবে।ট্রেনের তুলনায় চাহিদা যেহেতু ব্যাপক এবং টিকিট প্রাপ্তি সহজলভ্য হলে  চাহিদা আরও বাড়বে।

তাই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে টিকিট ক্রাইসিস থেকেই যাবে।পার্থক্য এই যে, আগে টিকিট করতেন কালোবাজারির কাছ থেকে, এখন করবেন নিজে।আগে আসলে আগে প্রাপ্তির ভিত্তিতে।আজ ১ মার্চ থেকে অনলাইন টিকিট রিফান্ড চালু হয়েছে।যাত্রীর তথ্য ও এনআইডি সম্বলিত নতুন টিকিট প্রিন্ট সকাল থেকেই দেয়া হচ্ছে।

কালোবাজারিরা যতরকম ও যত প্রকার চিন্তা করে রেখেছে ,রেল কতৃপক্ষ  তার চেয়েও অনেক সজাগ আছে।টিকিট কাটার নতুন পদ্ধতিতে স্পেশাল একটা বিষয় আছে, জনগণের মতোই সন্মানিত ভিআইদের টিকিট নেয়ার ক্ষেত্রেও নিজের একাউন্ট ওপেন করে নিজের নামেই টিকিট নিতে হবে।ব্ল্যাংক টিকিট বা পিএস কিংবা কর্মকর্তা বা স্টাফের নামে টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে না।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশহী।