আজ জরুরি সংবাদ সম্মেলনে আসছেন সিইসি
আপডেটঃ ৪:২৯ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২১
নিউজ ডেস্কঃ
আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বিষয়টি জানান।ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান বলেন, সোমবার বিকেল ৪টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে বক্তব্য রাখবেন।গত রোববার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে থাকার মতো অবস্থায় রয়েছে।আর, এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র রয়েছে লাইফ সাপোর্টে।রাজনৈতিক মহলে তার এই বক্তব্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
IPCS News : Dhaka :