সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি ২০২৩

আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

“এবং যখন আমার সেবকবৃন্দ (বান্দা) আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাওঃ নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী।কোন আহবানকারী যখনই আমাকে আহবান করে তখনই আমি সাড়া দিই ; সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বষ করে-তাহলেই তারা সঠিক পথপ্রাপ্ত হতে পারবে”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৮৬।

আজ মঙ্গলবার, ১৯ রমজান, ১৪৪৪ হিজরিঃ ২৮ চৈত্র, ১৪২৯ বাংলাঃ ১১ এপ্রিল, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সেহরি, ইফতার ও নামাজের সময়সূচীঃ

আগামীকাল ২০ রমজান, সেহরীর শেষ সময়ঃ ভোর:- ০৪ : ১৮ এ এম.

আজ ১৯ রমজান, ইফতারঃ সন্ধ্যা:- ০৬ : ২২ পি এম.

নামাজের সময়সূচীঃ

ফজর — ভোরঃ ০৪ : ২৫ এ এম.

যোহর —দুপুরঃ ১২ : ০০ পি এম.

আছর — বিকেলঃ ০৪ : ৩০ পি এম

মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ১৮ পি এম.

ঈশা — রাতঃ ০৭ : ৩৫ পি এম.

সূর্যোদয়ঃ ০৫ : ৪২ এ এম.

সূর্যাস্তঃ ০৬ : ১৮ পি এম.

IPCS News : Dhaka :