সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি ২০২৩

আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

“রমযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে।

অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে (নিজ আবাসে) উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে এবং যে ব্যক্তি পীড়িত অথবা প্রবাসী, তার জন্য অপর কোন দিন হতে গণনা শুরু করবে, তোমাদের পক্ষে যা সহজ-সাধ্য আল্লাহ তা’ই ইচ্ছা করেন ও তোমদের পক্ষে যা দুঃসাধ্য তা ইচ্ছা করেন না এবং যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পার এবং তোমাদেরকে যে সুপথ দোখয়েছেন তজ্জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত কর এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৮৫।

আজ বৃহস্পতি বার, ১৪ রমজান, ১৪৪৪ হিজরিঃ ২৩ চৈত্র, ১৪২৯ বাংলাঃ ৬ এপ্রিল, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সেহরি, ইফতার ও নামাজের সময়সূচীঃ

আগামীকাল ১৫ রমজান, সেহরীর শেষ সময়ঃ ভোর:- ০৪ : ২৩ এ এম.

আজ ১৪ রমজান, ইফতারঃ সন্ধ্যা:- ০৬ : ২০ পি এম.

ফজর — ভোরঃ ০৪ : ৩০ এ এম.

যোহর —দুপুরঃ ১২ : ০১ পি এম.

আছর — বিকেলঃ ০৪ : ৩০ পি এম

মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ১৬ পি এম.

ঈশা — রাতঃ ০৭ : ৩৩ পি এম.

সূর্যোদয়ঃ ০৫ : ৪৬ এ এম.

সূর্যাস্তঃ ০৬ : ১৬ পি এম.

IPCS News : Dhaka :