আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি ২০২৩
আপডেটঃ ১২:৫১ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
“ওটা নির্দিষ্ট কয়েক দিন।কিন্তু তোমাদের মধ্যে যে কেহ পীড়িত কিংবা প্রবাসী হয় তার জন্য অপর কোন দিন হতে গণনা করবে, আর যারা ওতে অক্ষম তারা তৎপরিবর্ত একজন দরিদ্রকে আহার্য দান করবে।অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ এবং তোমরা যদি বুঝে থাক তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৮৪।
আজ রবিবার, ০৩ রমজান, ১৪৪৪ হিজরিঃ ১২ চৈত্র, ১৪২৯ বাংলাঃ ২৬ মার্চ, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সেহরি, ইফতার ও নামাজের সময়সূচীঃ
আগামীকাল সেহরীর শেষ সময়ঃ ভোর:- ০৪ : ৩৬ এ এম.
আজকের ইফতারঃ সন্ধ্যা:- ০৬ : ১৫ পি এম.
ফজর — ভোরঃ ০৪ : ৪১ এ এম.
যোহর —দুপুরঃ ১২ : ০৪ পি এম.
আছর — বিকেলঃ ০৪ : ২৯ পি এম
মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ১৫ পি এম.
ঈশা — রাতঃ ০৭ : ২৭ পি এম.
সূর্যোদয়ঃ ০৬ : ৫৭ এ এম.
সূর্যাস্তঃ ০৬ : ১৫ পি এম.
IPCS News : Dhaka :