সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি ২০২৩

আপডেটঃ ১১:৪৭ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

“রমজানের রাতে আপন স্ত্রীদেরে সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ, তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে আল্লাহ তা জ্ঞাত আছেন।এজন্য তিনি তোমাদের প্রতি প্রত্যাবৃত্ত হলেন এবং তোমাদের (ভার) লাঘব করে দিলেন, অতএব এক্ষণে তোমরা (রমজানের রাতেও) তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমোদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান কর এবং প্রত্যুষে কালো সূতা হতে সাদা সূতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান কর অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ কর, তোমরা মসজিদে ই’তিকাফ করার মসয় (তোমাদের স্ত্রীদের সাথে) মিলিত হবে না, এটিই আল্লাহর সীমা।অতএব তোমরা উহার নিকটেও যাবে না, এভাবে আল্লাহ মানবমন্ডলীর জন্য তার নিদর্শন সমূহ বিবৃত করেন, যেন তারা সংযত হয়”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৮৭।

আজ বৃহস্পতিবার, ২১ রমজান, ১৪৪৪ হিজরিঃ ৩০ চৈত্র, ১৪২৯ বাংলাঃ ১৩ এপ্রিল, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সেহরি, ইফতার ও নামাজের সময়সূচীঃ

আগামীকাল ২২ রমজান, সেহরীর শেষ সময়ঃ ভোর:- ০৪ : ১৫ এ এম.

আজ ২১ রমজান, ইফতারঃ সন্ধ্যা:- ০৬ : ২৩ পি এম.

নামাজের সময়সূচীঃ

ফজর — ভোরঃ ০৪ : ২৩ এ এম.

যোহর —দুপুরঃ ১১ : ৫৯ পি এম.

আছর — বিকেলঃ ০৪ : ৩০ পি এম

মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ১৯ পি এম.

ঈশা — রাতঃ ০৭ : ৩৬ পি এম.

সূর্যোদয়ঃ ০৫ : ৪০ এ এম.

সূর্যাস্তঃ ০৬ : ১৯ পি এম.

IPCS News : Dhaka :