আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“এবং সুলাইমানের রাজত্ব কালে শয়তানরা যা আবৃত্তি করত, তারা ওরই অনুসরণ করছে, এবং সুলাইমান অবিশ্বাসী হয়নি, কিন্তু শয়তানরাই অবিশ্বাস করেছিল।তারা লোকদেরকে যাদুবিদ্যা এবং যা বাবেল শহরে হারূত-মারূত মালা্ইকা (ফেরেশতাদ্বয়) এর প্রতি অবতীর্ণ হয়ছিল তা শিক্ষা দিত, এবং তারা উভয়ে কাওকেও ওটা এ কথা না বলে শিক্ষা দিত না যে, আমরা পরিক্ষাধীন ছাড়া কিছুই নই, অতএব তোমরা কুফরী করো না।অনন্তর তারা যাতে স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ সংঘটিত হয় তা তাদের নিকট থেকে শিক্ষা গ্রহন করতো।কিন্তু তারা আল্লাহর আদেশ ব্যতীত তদ্বারা কারো অনিষ্ট করতে পারতো না, কিন্তু তারা ওটাই শিক্ষা করছে যাতে তাদের ক্ষতি হয় এবং তাদের কোন উপকার সাধিত না হয়, এবং নিশ্চয়ই তারা জ্ঞাত আছে – যে কেহ ওটা ক্রয় করেছে তার জন্য আখিরাতে সুখ লাভ নেই এবং তার বিনিময়ে তারা যে আত্নবিক্রয় করেছে তা নিকৃষ্ট -যদি তারা তা জানত”!
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১০২।
আজ রবিবার, ০৭ সফর, ১৪৪৪ হিজরিঃ ২০ ভাদ্র, ১৪২৯ বাংলাঃ ০৪ সেপ্টেম্বর, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৪ : ২৪ এ এম. |
জোহর | ১১: ৫৭ এ এম. |
আসর | ০৪ : ২৭ পি এম. |
মাগরিব | ০৬ : ১৪ পি এম. |
ঈশা | ০৭ : ৩১ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ৪১ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ১৪ পি এম.
IPCS News : Dhaka :