আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
এবং যখন তাদের কে বলা হয় – আল্লাহ যা অবতীর্ণ করেছেনে তা বিশ্বাস কর, তখন তারা বলেঃ যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা তাই বিশ্বাস করি এবং তা ছাড়া যা রয়েছে তা অবিশ্বাস করি, অথচ এ গ্রন্থটি সত্য, তাদের কোছে যা আছে এটা তারই সত্যতার প্রতিপাদক।তুমি বলঃ যদি তোমরা বিশ্বাসীই ছিলে তাহলে ইতোপূর্বে কেন আল্লাহর নবীগনকে হত্যা করেছিলে ?
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-৯১।
আজ রবিবার, ১৫ মোহাররম, ১৪৪৪ হিজরিঃ ৩০ শ্রাবণ, ১৪২৯ বাংলাঃ ১৪ আগস্ট, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৪ : ১৩ এ এম. |
জোহর | ১২: ০৩ এ এম. |
আসর | ০৪ : ৩৯ পি এম. |
মাগরিব | ০৬ : ৩৩ পি এম. |
ঈশা | ০৭ : ৫৩ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ৩৩ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৩৩ পি এম.
IPCS News : Dhaka :