সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের নামাজের সময়-সূচীঃ

আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।

“এবং অবশ্যই আমি মূসা কে কিতাব প্রদান করেছি ও তৎপরে ক্রমান্বয়ে রাসূলগনকে প্রেরণ করেছি, এবং আমি মরিয়ম নন্দন ঈসাকে নিদর্শন সমূহ প্রদান করেছিলাম এবং পবিত্র আত্নাযোগে তাকে শক্তি সম্পন্ন করেছিলাম, কিন্তু পরে যখন তোমাদের নিকট কোন রাসূল-তোমাদের প্রবৃত্তি যা ইচ্ছা করত না তা নিয়ে উপস্হিত হল তখন তোমরা অহংকার করলে, অবশেষে একদলকে মিথ্যাবাদী বললে এবং একদলকে হত্যা করল“।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-৮৭।

আজ মঙ্গলবার, ১০ মোহাররম, ১৪৪৪ হিজরিঃ ২৫ শ্রাবণ, ১৪২৯ বাংলাঃ ০৯ আগস্ট, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ

ফজর০৪ : ১০ এ এম.
জোহর১২: ০৪ এ এম.
আসর০৪ : ৪১ পি এম.
মাগরিব০৬ : ৩৬ পি এম.
ঈশা০৭ : ৫৮ পি এম.

সূর্যোদয় : ০৫ : ৩১ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৩৬ পি এম.

IPCS News : Dhaka :