আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | আগস্ট ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“অতঃপর সেই তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমরা তোমাদের মধ্য হতে এক দলকে তাদের গৃহ হতে বহিস্কার করে দিচ্ছ, তাদের বিরুদ্ধে (শত্রুতা বশতঃ) পাপ ও অন্যায় কজে সাহায্য করছ এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আনীত হলে তোমরা তাদেরকে বিনিময় প্রদান কর, অথচ তাদেরকে বহিস্কার করা তোমাদের জন্য অবৈধ ছিল, তাহলে কি তোমরা গ্রন্থের কিচু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ অবিশ্বাস কর ? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতিত কিছুই নেই এবং উত্থান দিনে তার কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছ, তদ্বিষয়ে আল্লাহ অমনোযোগী নন”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-৮৫।
আজ বৃহস্পতিবার, ০৫ মোহাররম, ১৪৪৪ হিজরিঃ ২০ শ্রাবণ, ১৪২৯ বাংলাঃ ০৪ আগস্ট, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৪ : ০৭ এ এম. |
জোহর | ১২: ০৫ এ এম. |
আসর | ০৪ : ৪২ পি এম. |
মাগরিব | ০৬ : ৪০ পি এম. |
ঈশা | ০৮ : ০ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ২৯ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৪০ পি এম.
IPCS News : Dhaka :