সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের নামাজের সময়-সূচীঃ

আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | আগস্ট ০২, ২০২২

নিউজ ডেস্কঃ

“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।

“আর যখন আমি বানী-ইসরাঈল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদত করবেনা এবং মাতাপিতার সঙ্গে সদ্ব্যবহার করবে ও আত্নীয়দের, পীতৃহীনদের ও মিসকীনদের সঙ্গেও (সদ্ব্যবহার করবে), আর তোমরা লোকের সোথে উত্তম ভাবে কথা বলবে এবং সালাত প্রতিষ্ঠিত করবে ও যাকাত প্রদান করবে, অতঃপর তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই বিমুখ হয়েছিলে, যেহেতু তোমরা ছিলে অগ্রাহ্যকারী”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-৮৩।

আজ মঙ্গলবার, ০৩ মোহাররম, ১৪৪৪ হিজরিঃ ১৮ শ্রাবণ, ১৪২৯ বাংলাঃ ০২ আগস্ট, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ

ফজর০৪ : ০৫ এ এম.
জোহর১২: ০৫ এ এম.
আসর০৪ : ৪৩ পি এম.
মাগরিব০৬ : ৪১ পি এম.
ঈশা০৮ : ০৪ পি এম.

সূর্যোদয় : ০৫ : ২৮ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৪১ পি এম.

IPCS News : Dhaka :