আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“তাদের জন্য আক্ষেপ যারা স্বহস্তে পুস্তক রচনা করে যারা বলে যে, এটা আল্লাহর নিকট হতে সমাগত ! এর দ্বারা তারা সামান্য মূল্য অর্জন করছে, তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে তজ্জন্য তাদের প্রতি আক্ষেপ ! এবং তারা যা উপার্জন করেছে তজ্জন্যও তাদের প্রতি আক্ষেপ”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-৭৯।
আজ শনিবার, ৩০ জিলহজ্জ, ১৪৪৩ হিজরিঃ ১৫ শ্রাবণ, ১৪২৯ বাংলাঃ ৩০ জুলাই, ২০২২ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৪ : ০৩ এ এম. |
জোহর | ১২: ০৫ এ এম. |
আসর | ০৪ : ৪৩ পি এম. |
মাগরিব | ০৬ : ৪৩ পি এম. |
ঈশা | ০৮ : ০৬ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ২৭ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৪৩ পি এম.
IPCS News : Dhaka :