সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজকের নামাজের সময়-সূচীঃ

আপডেটঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | মার্চ ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ

“তোমরা তোমাদের মুখমন্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাইকা/ফেরেশতা, কিতাব ও নবীগনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে ধন-সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্যেও সে তা আত্নীয়-স্বজন, পিতৃহীন, দরিদ্র , পথিক ও ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে ও যাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে তা পূরণ করে এবং যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই সত্য পরায়ণ এবং তারাই ধর্মভীরু”।

আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৭৭।

আজ বৃহস্পতিবার, ১৬ সাবান, ১৪৪৪ হিজরিঃ ২৪ ফাল্গুন, ১৪২৯ বাংলাঃ ০৯ মার্চ, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ

ফজর০৪ : ৫৯ এম.
জোহর১২: ০৯ এ এম.
আসর০৪ : ২৫ পি এম.
মাগরিব০৬ : ০৫ পি এম.
ঈশা০৭ : ২০ পি এম.

সূর্যোদয় : ০৬ : ১৪ এ এম.— সূর্যাস্ত : ০৬ : ০৫ পি এম।

IPCS News : Dhaka :